ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

উপাচার্যের মদদেই পুলিশি হামলা, দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের

শাবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১৯:০৬, ২০ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৯:০৮, ২০ জানুয়ারি ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের মদদেই পুলিশ হামলা চালিয়েছে বলে দাবি করলেন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার দুপুর ১টায় উপাচার্যের বাস ভবনের সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী নাফিসা আনজুম বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পাসের ভেতরে পুলিশ ঢুকতে পারে না। এমনি প্রশাসনের অনুমতি ছাড়া পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালানোরও ক্ষমতা রাখে না। যেহেতু প্রশাসনের অনুমতি ছাড়া পুলিশ হামলা চালাতে পারে না- তাই আমরা মনে করি, শিক্ষার্থীদের ওপর এ হামলার দায়ভার প্রশাসনকেই নিতে হবে। 

তিনি আরও বলেন, পুলিশ সেদিন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে। এ হামলায় প্রশাসন পুলিশকে দোষারোপ না করে, উল্টো শিক্ষার্থীদেরকেই দোষারোপ করছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি