ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ডিআইইউতে ক্লাস-পরীক্ষা অনলাইনে, খোলা থাকবে হোস্টেল

ডিআইইউ সংবাদদাতা

প্রকাশিত : ১২:০২, ২৩ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৯:৩৯, ২৩ জানুয়ারি ২০২২

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময় অনলাইনে ক্লাস-পরীক্ষা চলমান থাকবে। এই সময়ে শিক্ষার্থীদের আবাসিক হোস্টেল ও অফিস চালু থাকবে।

শনিবার (২২ ডিসেম্বর) রাতে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের বর্তমান কোভিড পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনার আলোকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা ও বিভাগীয় প্রধানদের সমন্বয়ে কর্তৃপক্ষের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল ক্লাস অনলাইনে চলবে; যা অবিলম্বে কার্যকর হবে। তবে, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অফিসসমূহ খোলা থাকবে। এ বিষয়ে সকলের সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া, শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অবস্থান করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এদিকে, ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগম না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি