ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আলোকচিত্রে শাবি উপাচার্যের পদত্যাগের দাবি

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২১:১০, ৩১ জানুয়ারি ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনের আলোকচিত্র প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। সোমবার বিকেল পাঁচটা থেকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের সামনে কিলো রোডের পাশে “আলোকচিত্রে এক দফা” শীর্ষক প্রদর্শনীর মাধ্যমে তারা উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলন অব্যাহত রেখেছেন। 

আলোকচিত্রে দেখা যায়, কিলো রোডের পাশে সবুজ সামিয়ানা টাঙানো। সেই সবুজ সামিয়ানায় পিন দিয়ে ঝুলানো দেড় শতাধিক ছবি। প্রতিটি ছবিতে ফুটে উঠেছে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কথা। আরো ফুটে উঠেছে শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার চিত্রসহ আন্দোলনের বিভিন্ন মুর্হূতের চিত্র। কিছু ছবিতে দেখা যায় স্লোগান মুখর শিক্ষার্থীরা। আবার কোথাও শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার ছবি।

এছাড়া কিছু ছবিতে দেখা গেছে ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত পুলিশের সামনে কিছু শিক্ষার্থী ফুল হাতে হাঁটু পেতে তাকিয়ে আছে পুলিশের দিকে।

প্রদর্শনী দেখতে এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজীব বাবু ও শাদমান শাবাব। তারা বলেন, প্রতিটি ছবিই যেন প্রতিটি মুহূর্তের কথা বলে। একদিকে পুলিশের নির্মম নির্যাতন অন্যদিকে ছাত্রদের প্রতিবাদী কণ্ঠ। এ সবই যেন ফুটে উঠেছে এই আলোকচিত্রে। এক কথায় বিভিন্ন মুহূর্তের খন্ড খন্ড ছবিতে ফুটে উঠেছে সমগ্র আন্দোলনের চিত্র।

আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে গত দুই সপ্তাহ ধরে আমরা যে আন্দোলন চালিয়ে আসছি তারই ধারাবাহিকতায় আজকের কর্মসূচি আলোকচিত্র প্রদর্শনী। এতে আমরা আন্দোলনের শুরু থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন মুহূর্তের ছবি প্রামাণ্য দলিল হিসেবে উপস্থাপন করেছি।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি