ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হাবিপ্রবি রেজিস্ট্রারের দায়িত্বে অধ্যাপক সাইফুর রহমান

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৭, ১ ফেব্রুয়ারি ২০২২

বিদায়ী রেজিস্ট্রারকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান হাবিপ্রবির উপাচার্য

বিদায়ী রেজিস্ট্রারকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান হাবিপ্রবির উপাচার্য

Ekushey Television Ltd.

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রেজিস্ট্রারের দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো: সাইফুর রহমান। পরীক্ষা নিয়ন্ত্রকের পাশাপাশি অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রারের দায়িত্বও পালন করবেন তিনি।

সোমবার (৩১ জানুয়ারি) হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে এবং সদ্য বিদায়ী রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো: ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান হয়।

এর আগে ২০১৫ থেকে ২০১৭ সালে প্রথম মেয়াদে রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন অধ্যাপক মোঃ সাইফুর রহমান। ১ আগস্ট ২০২১ থেকে হাবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছিলেন তিনি। এর আগে তিনি বিজ্ঞান অনুষদের ডীনের দায়িত্ব পালন করেন।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: মো: ফজলুল হক পিআরএলে যাওয়ায় তাকে রেজিস্ট্রার হিসেবে শেষ কর্মদিবসে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান। 

এ সময় উপস্থিত ছিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ।

শেষ কর্মদিবসে অধাপক ডা. ফজলুল হককে অশ্রুসিক্ত নয়নে বিদায় দেন সহকর্মীরা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি