ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হাবিপ্রবিতে পরীক্ষা চলবে সশরীরে, ক্লাস অনলাইনে

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৯, ৩ ফেব্রুয়ারি ২০২২

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ব্যবহারিক ও তত্ত্বীয় পরীক্ষাসমূহ সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইনেই ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় হাবিপ্রবি প্রশাসন।

সভা শেষে জানা যায়, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সকল তত্ত্বীয়, ব্যবহারিক ও মিডটার্ম পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বিভাগসমূহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাসসমূহ অনলাইনে চলবে। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ পূর্বের ন্যায় খোলা থাকবে।

তবে প্রয়োজনে কুইজ ও মৌখিক পরীক্ষা অনলাইনে নেওয়া যাবে বলেও প্রশাসন থেকে জানানো হয়েছে। এদিকে সশরীরে পরীক্ষা নেবার ঘোষণায় শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে বাস চালুর দাবী করেন অনেকে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই দিন থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছিল।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি