ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা কলেজ ছাত্রকে মারধরের জেরে বাস আটক

ঢাকা কলেজ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫০, ৭ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের তিনটি বাস আটক করেছেন কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ঢাকা কলেজের সামনে থেকে বাস তিনটি আটক করেন শিক্ষার্থীরা। আটকের পর একটি বাস নায়েমের গলিতে আর অন্য দুটি কলেজের সামনের তেলের পাম্পে রাখেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাস আটক করে সেখানেই অবস্থান করছেন।

শিক্ষার্থীরা জানান, মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম শিমুল শিকারি। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। হাফ ভাড়া দিতে চাওয়ায় বাসের হেলপার হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানায়। কোম্পানী থেকে হাফ ভাড়া নেওয়া নিষেধ আছে বলে জানায় তারা। এক পর্যায়ে বাসের হেলপার ও ড্রাইভার তাকে বাসে থাকা লোহার রড দিয়ে আঘাত করে এবং কিল ঘুষি মারতে মারতে বাস থেকে ফেলে দেয়। পরে স্থানীয় পুলিশ বক্স থাকা কয়েকজন পুলিশ সদস্যের সহায়তায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়।

মোহাম্মাদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল লতিফ বলেন, আমরা বাসটির নাম্বার (ঢাকা-মেট্রে ১১-৮৮৩৫) সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আসামিদের গ্রেফতারে কার্যক্রম অব্যহত আছে। দোষীকে যথাযথ শাস্তির আওতায় আনা হবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি