ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৬, ৯ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

অনশন ভাঙ্গার ১৫ দিন পার হয়ে গেলেও এখনো উপাচার্যের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত না আসায় ফের বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বুধবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবন, আইআইসিটি ভবন, রেজিস্ট্রার ভবন ও চেতনা একাত্তরসহ গুরুত্বপূর্ণ জায়গাসমূহ ঘুরে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা ‘ফরিদ হটাও শাবিপ্রবি বাঁচাও’, ‘ফরিদের দালালেরা হুশিয়ার সাবধান’, ‘আমাদের সংগ্রাম চলছে, চলবে’, ‘ফরিদের গতি অস্তাচলে, ফরিদ যাবে রসাতল’, ‘পালা চাটুকার, পালা’, ‘১, ২, ৩, ৪ ফরিদ তুই শাবি ছাড়’, ‘অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করো’, ‘স্প্লিন্টার বিতরণ কেন্দ্র, বিনামূল্যে শিক্ষার্থীদের শরীরে স্প্লিন্টার সংযোজন করা হয়, যোগাযোগঃ শাবিপ্রবি ভিসি কার্যালয়’, ‘আমাদের একাউন্ট বন্ধ কেন?’ ইত্যাদি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

সমাবেশে মোহাইমিল রাজ বাশার বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের দাবিসমূহ মেনে নেওয়ার আশ্বাস দিলেও এখনো উপাচার্যের পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসে নি। যারা আমাদেরকে খাদ্য সরবরাহে সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্তত আড়াইশ জনের মোবাইলের বিকাশ, রকেট, নগদ ও ব্যাংক একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। অনশন ভাঙ্গার ১৫ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত এ একাউন্টগুলো সচল করা হয় নি। 

আড়াইশ একাউন্টের মধ্যে মাত্র ৫টি একাউন্ট সচল করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার ঘটনায় তিনশ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের বিষয়ে বারবার আশ্বাস দিলেও এখনো কোনো সমাধান মিলে নি। উপাচার্যের পদত্যাগসহ সকল মামলা প্রত্যাহার ও একাউন্টগুলো দ্রুত সচল করে দেওয়া না হলে ফের কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি