ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সশরীরে ঢাবির প্রথম বর্ষের ক্লাস ২২ ফেব্রুয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ১১ ফেব্রুয়ারি ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে একাডেমিক কার্যক্রম শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তিকৃত ১ম বর্ষ (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২২ (মঙ্গলবার) থেকে পুনরায় শুরু হবে। এছাড়া, অন্যান্য বর্ষের পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম বলেন, “শিক্ষক-শিক্ষার্থীর মতামতের উপর নির্ভর করে অন্যান্য বর্ষের ক্লাস পরীক্ষা ইতোমধ্যে চলমান রয়েছে। সে অনুযায়ী ক্লাস-পরীক্ষা চলবে। নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখনো ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি বলে তাদের জন্য এমন নির্দেশনা দেয়া হয়েছে। সরকার জাতীয়ভাবে যদি ছুটির নির্দেশনা দেয় তাহলে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ও ছুটি বাড়াতে পারে।”
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি