ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উপাচার্যকে দুঃখ প্রকাশ করতে বললেন শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৩, ১১ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২৩:২৬, ১১ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে শিক্ষার্থীসহ সবার কাছে তাকে ‘দুঃখ প্রকাশ’ করতে বলেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপাচার্যের কার্যালয়ে বৈঠক থেকে বের হয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে অন্যান্য শিক্ষকদের সঙ্গে নিয়ে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বৈঠক শেষ হয় ৭টা ৩৫ মিনিটে।

অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগামী ১৪ ফেব্রুয়ারি আমাদের বিশ্ববিদ্যালয় দিবস। আর এ দিবসের আগেই বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য উপাচার্যকে বলেছেন শিক্ষামন্ত্রী।’

কোষাধ্যক্ষ বলেন, ‘শিক্ষকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেছেন – ‘এই ঘটনা আপনার নির্দেশে ঘটুক, আর না ঘটুক, বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে এর দায় দায়িত্ব আপনার ওপর এসে পড়ে। সে জায়গায় আমি হলে আমিও দুঃখ প্রকাশ করতাম। আপনি সবার কাছে দুঃখ প্রকাশ করবেন।’

এর আগে দীপু মনি শুক্রবার সিলেটে পৌঁছে বিকালে শিক্ষার্থীদের ১১ প্রতিনিধির সঙ্গে দুই ঘণ্টার বেশি সময় বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, উপাচার্যের অপসারণে শিক্ষার্থীদের দাবির কথা তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পৌঁছে দেবেন। আচার্যই এ বিষয়ে সিদ্ধান দেবেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি