ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ১৩ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৩:৫২, ১৩ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বৈশ্বিক চিন্তা করলে বিশ্ববিদ্যালয়গুলো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নিতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তাদের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত তারাই নেবে তবে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এ বিষয়ে আলাপ করবেন বলে জানিয়েছেন তিনি। 

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষামন্ত্রী বলেন, একই মেধায় দ্বিতীয়বার শিক্ষার্থী নিতে বিশ্ববিদ্যালয়গুলোর তো সমস্যা থাকার কথা নয়। শিক্ষার্থীরা যাতে সুযোগ পায় আমরা সে চেষ্টা করব।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি