ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বৈঠকে শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

শিক্ষাপ্রতিষ্ঠানে আর বাড়ছে না ছুটি। আগামী ২২ ফেব্রুয়ারি খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। দুই ডোজ টিকা নেওয়া থাকলে সশরীরে করা যাবে ক্লাস। শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ১২ বছরের কম বয়সীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
 
এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী।

এক মাসেরও বেশি সময় পর শনাক্তের হার ১২ শতাংশের নিচে নামায় পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত আসে। এর আগে ওমিক্রনের প্রভাবে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২২ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গত ১৩ ফেব্রুয়ারি চলমান ছুটি আরেক দফা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি