ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

জবি ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক মমিন উদ্দীন

জবি প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৫৯, ১৭ ফেব্রুয়ারি ২০২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে বিভাগের অধ্যাপক ড. মমিন উদ্দীনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী তিন বছরের জন্য তাকে এ পদের দায়িত্ব দেওয়া হলো।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলে হয়, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু জাফরের চেয়ারম্যান নিযুক্তির মেয়াদ গত ১৬ ফেব্রুয়ারি পূর্ণ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন (২০০৫) এর ২৪(২) ধারা অনুযায়ী ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মমিন উদ্দীনকে পরবর্তী তিন বছরের জন্য ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

এ বিষয়ে নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মমিন উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় ইংরেজি বিভাগের উন্নয়নে কাজ করে যাব। এসময় বিভাগকে উন্নয়নে তিনি সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি