ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রাথমিক বিদ্যালয় খুলছে ২ মার্চ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ২০ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

আগামী ২ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান চালু হবে। ১ মার্চ শবে মেরাজ হওয়ায় নির্ধারিত সময়ে প্রাথমিক বিদ্যালয় খুলছে ২ মার্চ।

রোববার (২০ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করে বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক সোমবার (২১ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আগামী মঙ্গলবার (১ মার্চ) পর্যন্ত সকল ধরনের সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।

আরও বলা হয়, বুধবার (২ মার্চ) থেকে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় খোলা ও শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু হবে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি