ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঢাকা কলেজে ‘শুদ্ধ বানান এবং উচ্চারণ শিক্ষায় করণীয়` শীর্ষক আলোচনা

ঢাকা কলেজ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২২

ঢাকা কলেজে মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে ‘বাংলা শুদ্ধ বানান এবং উচ্চারণ শিক্ষায় করণীয় শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা কলেজে শহিদ আ.ন.ম. নাজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী রাসেদুন্নবী।

সভাপতির বক্তব্যে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ‘আমি একজন অধ্যক্ষ হিসেবে দাপ্তরিক চিঠিপত্রে বানানের ব্যাপারে সতর্ক থাকি। ছাত্রদেরকে বলব তোমরা মাতৃভাষা বাংলা ব্যবহারের ক্ষেত্রে শুদ্ধ বানান এবং বাংলা উচ্চারণের দিকে নজর রাখবে। কারণ এই ভাষার জন্য রক্ত দিতে হয়েছে।’

শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস শিকদার বলেন, ‘আমরা যেসব ভাষা ব্যবহার করি তা উচ্চারণ ও বানান লিখতে আমাদের সতর্ক থাকতে হবে। আধুনিক রাষ্ট্রের একজন উত্তরাধিকার হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো বাংলা ভাষার যথাযথ প্রয়োগ ও বিশ্ব দরবারে বাংলাকে নিয়ে যাওয়া।’

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি