ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাবিপ্রবিতে ছাত্রীদের জন্য বিশেষ বাস চালু

হাবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১০:১২, ২৪ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৮:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রীদের জন্য বিশেষ বাস সেবা চালু হয়েছে। বাসগুলো বিশ্ববিদ্যালয় থেকে শহরের বিভিন্ন রুটে চলাচল করছে। 

বিষয়টি নিশ্চিত করেছে হাবিপ্রবির পরিবহন এবং মেরামত রক্ষণাবেক্ষণ বিভাগ।

সরেজমিন দেখা যায়, হাবিপ্রবির কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ১৫ মিনিটে এবং বিকাল ৫টায় শুধু ছাত্রীদের জন্য তিনটি বাস শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া সকাল ১০টায় জেলা শহরের সুইহারী নামক স্থান থেকে দুপুর ২টায় এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বড় মাঠ থেকে তিনটি বাস বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।

আলাদা বাস সুবিধা চালু করায় সন্তোষ প্রকাশ করেছেন হাবিপ্রবির মেয়ে শিক্ষার্থীরা। 

গণিত বিভাগের শিক্ষার্থী নাজিয়া জামান বলেন, ‘বিশেষ বাস চালু করায় প্রশাসনকে ধন্যবাদ। আগে ছাত্রছাত্রী গাদাগাদি করে যাওয়া-আসা করায় অস্বস্তি হতো। প্রশাসনের কাছে আমরা এমন ছাত্রীবান্ধব সিদ্ধান্তই আশা করছি।’

এ ব্যাপারে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য পৃথক বাস ট্রিপ চালু করতে পেরে আমরা আনন্দিত।’ 

শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘মনে রাখতে হবে আমাদের সীমিত সম্পদ। এর সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন পরিসেবা দিতে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য একটি ‘ইনোভেশন কমিটি’ গঠন করে দিয়েছেন। শিক্ষার্থীরা এই কমিটিকে পরিসেবা বিষয়ক বিভিন্ন পরামর্শের কথা লিখে জানাতে পারবেন।’

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি