ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস: শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ১২ মার্চ ২০২২ | আপডেট: ১৩:১৫, ১২ মার্চ ২০২২

সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক রুটিনে ক্লাস চলতি মাসের ১৫ তারিখ (মঙ্গলবার) থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শনিবার (১২ মার্চ) রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “করোনাভাইরাস পরিস্থিতির কারণে আমরা এতদিন ক্লাস শুরু করতে পারিনি। এখন পরিস্থতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। এ অবস্থায় আগামী ১৫ মার্চ থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস শুরু করা হবে।”

তিনি বলেন, “শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নোটিস দেয়া হবে। একইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বলে দেয়া হবে।”

তিনি আরও বলেন, “মাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পাঠদান হবে এবং এ সিলেবাসের আলোকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে।”

মন্ত্রী বলেন, “আমরা চাইনা শিক্ষার্থীরা কোনো চাপে থাকুক। তাদের পাঠে মনোযোগী এবং আনন্দদায়ক করার জন্য আমরা কাজ করছি।”

নতুন পাঠ্যক্রমের আলোকে পড়তে পারলে শিক্ষার্থীদের কোচিংয়ে যাওয়া লাগবে না বলেও জানান তিনি।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি