ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাত কলেজে দর্শন বিভাগের শিক্ষার্থীদের ৩ দফা দাবি

ঢাকা কলেজ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৩, ১৩ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

প্রশ্নের মানবন্টন ও খাতার সঠিক মূল্যায়নসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাত কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থীরা। 

রোববার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা কলেজের মূল ফটকে মানববন্ধন করেন তারা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা কলেজের দর্শন বিভাগের সামনে যান। সেখানে তারা 'উই ওয়ান্ট জাস্টিস', তিন দফা, 'তিন দাবি মানতে মানতে হবে, সাত কলেজের দাবি মানতে মানতে হবে' এই স্লোগান দিতে থাকেন। 

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-প্রশ্নের মানবন্টন পরিবর্তন করে ১০০ মার্কসের লিখিত পরীক্ষার পরিবর্তে ৮০ মার্কসের লিখিত পরীক্ষা নিতে হবে এবং ২০ মার্কসের ইনকোর্স পরীক্ষা নিতে হবে, করোনাকালীন বিবেচনায় পরবর্তী বর্ষে বিশেষ সুযোগ দিতে হবে, সামনের পরীক্ষাগুলোতে পরীক্ষা খাতার যথাযথ মূল্যায়ন করতে হবে। 

ঢাকা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী মো. ফাহাদ বলেন, আমাদের প্রশ্নের মানবন্টন অন্যান্য বিভাগের সঙ্গে মিল নেই। আমাদের ১০০ মার্কসের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। আমরা শুরু থেকেই বৈষম্যের শিকার হয়ে আসছি। আমাদের দর্শন বিভাগে এজন্য অন্যান্য বিভাগের তুলনায় ফেলের হার বেশি। 

ঢাকা কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাহিনা আক্তার বানু বলেন, আমরা শিক্ষার্থীদের কথা শুনেছি। গত ৯ মার্চ আমরা সাত কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধানরা এ বিষয়ে বৈঠক করেছি৷ আমরা শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ড. হারুন রশীদ এবং সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এএসএম মাকসুদ কামালের সঙ্গে বৈঠক করবো। সেখানে আমরা ৫টি বিষয়ে সুপারিশ করব। ইতিমধ্যে, আমরা সকল কলেজের বিভাগীয় প্রধানরা মিলে সেগুলো ঠিক করেছি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি