ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

নোবিপ্রবিতে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

নোবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৫৮, ১৪ মার্চ ২০২২

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২১-২২ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ মার্চ) বীর মুক্তিযাদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম সংলগ্ন ভলিবল ও ব্যাডমিন্টন কোর্টে উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। 

এছাড়াও উপস্থিত ছিলেন শরীরচর্চা ও শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়সাল হাসান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দসহ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। 

এ উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলন, ‘ক্রীড়াবিদদের সবসময় শৃঙ্খলার সাথে জীবনযাপন করত হবে। খেলোয়াড়দের সবসময় চেষ্টা থাকবে যেন তাদের ফিটনেসটা বজায় থাকে। সুন্দরভাবে এই খেলা অনুষ্ঠিত হবে এই প্রত্যাশা রাখি।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নোবিপ্রবি শরীরচর্চা ও শিক্ষা বিভাগের উপ-পরিচালক সঞ্জীব কুমার দাস ও সহকারী পরিচালক মাহমুদুর রহমান রিয়াজ।

উল্লেখ্য, এ প্রতিযাগীতায় মোট ৩০টি বিভাগ অংশগ্রহণ করবে। প্রতিটি খেলা নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মোট খেলা হবে ২৯টি। ভলিবল উদ্বাধনী খেলায় বাংলাদশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগ ও ব্যবসায় প্রশাসন বিভাগ অংশগ্রহণ করে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি