ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

পুরোদমে খুলল স্কুল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ১৫ মার্চ ২০২২

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গেল বছরের ১২ সেপ্টেম্বর সীমিত পরিসরে স্কুল খোলা হয়েছিল। তবে সে সময়ও প্রাক-প্রাথমিক অর্থাৎ ছোট শিশুদের স্কুলে যাওয়ায় নিষেধাজ্ঞা ছিল।তবে এখন করোনার সংক্রমণ কমে আসায় সেই বাধা কাটলো, অবশেষে শ্রেণিকক্ষে পাঠ নেওয়ার সুযোগ পেলে ক্ষুদে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল থেকে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। সপ্তাহের মঙ্গলবার ও রোববার দুই দিন স্বাভাবিক শ্রেণিপাঠদান অব্যাহত থাকবে।

প্রাক-প্রাথমিকের শ্রেণি পাঠদান শুরুর দিন রাজধানীর প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা যায় শিশুদের মিলন মেলা। এতে শিক্ষক অভিভাবকরাও খুশি। 

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হলে ওই বছর ১৬ মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

দীর্ঘ ১৮ মাস বন্ধের পর গত বছর ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে সীমিত আকারে পাঠদান শুরু করা হয়। তবে বন্ধ রাখা হয় প্রাক-প্রাথমিকের পাঠদান।

চলতি বছরের শুরুর দিকে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে গেলে আবারও এক মাসের জন্য বন্ধ করা হয় শ্রেণিকক্ষে পাঠদান। সবশেষ গত ২ মার্চ প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়। আর আজ মঙ্গলবার (১৫ মার্চ) শুরু হলো প্রাক-প্রাথমিকের পাঠদান। 

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিকের শ্রেণিপাঠদান শুরু হয় সীমিত আকারে। তবে আজ থেকে মাধ্যমিকের সব শ্রেণির সব ক্লাস চলবে স্বাভাবিক সময়ের মতো। এছাড়া আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরের শ্রেণিপাঠদান।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি