ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জাবিতে ৫ দিনব্যাপী আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা শুরু

জাবি প্রতিনিধি 

প্রকাশিত : ১১:২০, ১৭ মার্চ ২০২২

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন ‘জেইউডিও’ উদ্যোগে ৫ দিনব্যাপী আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। ১৬টি দেশ থেকে প্রায় ২শ’ জনের অধিক বিতার্কিক এবং বিচারক এতে অংশ নিচ্ছেন।

বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় অনলাইনে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। যা চলবে ২০ মার্চ পর্যন্ত। 

এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ‘নেতৃত্বে নারীঃ কোভিড-১৯ বিশ্বে সমান ভবিষ্যৎ অর্জন’। বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের ১৬টি দেশ থেকে প্রায় ২০০ জনের অধিক বিতার্কিক এবং বিচারক অংশগ্রহণ করবেন। 

প্রতিযোগিতাটি দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগে ‘তৃতীয় আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ মার্চ। আর প্রতিযোগিতার দ্বিতীয় ভাগে ‘জাতীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হবে আজ ১৭ মার্চ।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি ফারহান আনজুম করিম বলেন, “আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে নারী-পুরুষের সমতার বিধানে অবদান রাখতে পারবো বলে আমরা বিশ্বাস করি।”

এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জিল্লাল হোসাইন সৌরভ, প্রতিযোগিতার আহবায়ক নূর আহম্মদ হোসেন এবং সহ-আহবায়ক তাপসী দে প্রাপ্তি, জাফর ইমাম এবং রাতুল হাসান।

উল্লেখ্য, সংগঠনটি ২০২০ সালে প্রথমবারের মতো আয়োজন করেছিল ‘জেওউডিও এমিনেন্স- প্রি ইউএডিসি’ নামক আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি