ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাবিতে ভূগোল ও পরিবেশ বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন

জাবি প্রতিনিধি 

প্রকাশিত : ২১:১৫, ১৮ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগ তাদের ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উৎসব উদযাপন করেছে।

শুক্রবার (১৮ মার্চ) সকাল ১০ টায় এক র‍্যালির মাধ্যমে সুবর্ণজয়ন্তী উৎসবের সূচনা হয়। পরবর্তীতে দুপুর ১২ টার দিকে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম কেক কেটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল আলম বলেন, ‘দীর্ঘদিন পর আমার বড়ভাই, ছোটভাই এবং সহপাঠীদের দেখতে পেয়ে আমি অনেক আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়কে ভুলতে পারবে না। কারণ এই বিশ্ববিদ্যালয় প্রাণের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি, লেক, গাছপালা তারা ভুলতে পারবে না বলে আমার বিশ্বাস।’

তিনি আরও বলেন, ‘আমি এই বিভাগের সে সকল শিক্ষকদের অভিনন্দন জানাই যাদের গবেষণা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এবং আমার গর্ব হয় যে এত ভালো ভালো শিক্ষক এই বিভাগে আছে। এই বিভাগে অতীতে অনেক গবেষণা হয়েছে, এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে বলে আশা করছি।’

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক বলেন, ‘৫০ বছরে ভূগোল ও পরিবেশ বিভাগ পরিপক্ক হয়েছে। বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে আমাদের বিভাগকে গর্বিত করেছে। বিভাগের প্রাক্তনরা যেন আমাদের সাথে যুক্ত থাকে এবং থাকতে পারে তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আরও ভালোভাবে নেওয়া হবে বলে আশা করছি।’

পরবর্তীতে দুপুর ১ হতে ৩ টা পর্যন্ত মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির পর বিকাল ৩টা ৩০ মিনিট থেকে স্মৃতিচারণ করতে থাকেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। এরপর মূল আকর্ষণ র‍্যাফেল ড্র শুরু হয়। এতে মোট দশটি পুরস্কার দেওয়া হয়, যার মধ্যে সর্বোচ্চ পুরষ্কার ছিল ৩২ ইঞ্চি এলইডি টিভি। এর পর অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন অধ্যাপক ড. আকবার হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক মোহা. শামসুল আলম, অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, অধ্যাপক ড. মোহাম্মদ নঈম আজিজ আনসারী, অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, অধ্যাপক ড. উম্মে সায়কাসহ কয়েকশত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি