ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রেসিডেনসিয়াল মডেল কলেজে টেক কার্নিভাল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ১৯ মার্চ ২০২২

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শুক্রবার (১৮ মার্চ ২০২২) শুরু হয়েছে ‘আইসিটি ডিভিশন প্রেজেন্টস্ পেট্রোমেক্স এলপিজি ৫ম ডিআরএমসি ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল ২০২২’।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, পিএএ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রেজাউল মাকসুদ জাহেদী এবং কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি। 

তিনদিন ব্যাপী এ আয়োজনের সমাপনী অনুষ্ঠান আগামীকাল রোববার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে  উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি