ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

গবিতে ভলিবলে চ্যাম্পিয়ন রাজনীতি ও সমাজবিজ্ঞান

গবি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৪, ২০ মার্চ ২০২২

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার ভলিবল ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ছেলেদের খেলায় রাজনীতি ও প্রশাসন বিভাগ এবং মেয়েদের ইভেন্টে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ শিরোপা অর্জন করেছে। 

রবিবার (২০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়। মেয়েদের ফাইনালে একপেশে ম্যাচে মাইক্রোবায়োলজিকে ২৫-১, ২৪-২৬ ও ২৫-৩ ব্যবধানে উড়িয়ে দেয় শক্তিশালী সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। 

ছেলেদের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথম রাউন্ডে ফার্মেসীকে ২৫-১৫ ব্যবধানে হারিয়ে এগিয়ে যায় রাজনীতি ও প্রশাসন বিভাগ। দ্বিতীয় রাউন্ডে দারুণ ক্রীড়া নৈপুণ্যে ৩০-২৯ ব্যবধানে জিতে ম্যাচ জমিয়ে তোলে ফার্মেসী। তবে শেষ রাউন্ডে ১৭-২৫ ব্যবধানে হেরে ডাবল শিরোপা ঘরে তোলার সুযোগ হাতছাড়া করে তারা। 

প্রসঙ্গত, চলতি মাসের ৯ মার্চ গবিতে মোট ছয়টি ইভেন্টে আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। ইতোমধ্যে কাবাডি ও ভলিবলের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। আগামীকাল থেকে ছেলে ও মেয়েদের ক্রিকেট ইভেন্টের খেলা শুরু হবে। 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি