ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জাবিতে আইএসএ এর নতুন কমিটি ঘোষণা

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৯, ২০ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

ইন্ডিজেনিয়াস স্টুডেন্টস এসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (আইএসএ, জেউ) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (১৮ মার্চ) রাম খুম লিয়ান মংপা বমকে সভাপতি ও কল্যাণী চাকমাকে সাধারণ সম্পাদক করে বার্ষিক পিকনিক আয়োজনের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয় এবং ৪৯ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

নতুন কমিটিতে অলয় জ্যোতি চাকমা, বিজয় খিয়াং, উদয় হাজং, হিতৈষী তালুকদার ও বিশ্বজিৎ পাহানকে সহ-সভাপতি এবং নিপন ত্রিপুরা, অংশেনু মারমা, রিতাশ্রী হাজং, লাল ডেভিড বম ও উ থোওয়ং রাখাইনকে যুগ্ম সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। 

এছাড়া উক্ত কমিটিতে কেনেডি সিংহ, থিনজ্য রাখাইন, সিলছি মৃ ও পূর্বা দ্রংকে সাংগঠনিক সম্পাদক, এলিজা পাংখুয়া ও আরনল্ড দ্রংকে যথাক্রমে কোষাধ্যক্ষ ও সহকোষাধ্যক্ষ, পূর্ণ তঞ্চগ্যা ও মিত্র দেওয়ানকে যথাক্রমে প্রচার সম্পাদক ও উপপ্রচার সম্পাদক, সিনথিয়া মাজি ও হ্রু মুই সাংকে যথাক্রমে দপ্তর সম্পাদক ও উপদপ্তর সম্পাদক, ম্যানথাপ ম্রো ও প্রত্যাশা ত্রিপুরাকে যথাক্রমে ক্রীড়া সম্পাদক ও উপক্রীড়া সম্পাদক, ইগিমি চাকমা ও জয়ন্ত ত্রিপুরাকে যথাক্রমে সাংস্কৃতিক সম্পাদক ও উপসাংস্কৃতিক সম্পাদক, সুলগ্না দেওয়ানকে ভর্তি বিষয়ক সম্পাদক, টুটুল তঞ্চগ্যা, উসাইথিং মারমা, পংকজ ককশি, পুলস্ত উরাও, শ্রাবস্তী চাকমা, আরশি চাকমা ও মৃত্তিকা চাম্বুগংকে কার্যকরী সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে।

এসময় বিদায়ী কমিটির সভাপতি সনজিৎ কুমার মাহাতো ও সাধারণ সম্পাদক আস্থা দেওয়ান ৪৯ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য শুভেচ্ছা জানান এবং নতুন কমিটির সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি