ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুবির ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী

কুবি সংবাদদাতা

প্রকাশিত : ২১:২৩, ২২ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈনের নির্দেশে ডেপুটি রেজিস্ট্রার মোঃ আমিনুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনের মেয়াদ পূর্ণ হওয়ায় এ পদে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকীকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

তবে নিয়োগপত্রে কত দিনের জন্য নিয়োগ দেয়া হয়েছে- তা উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেন, বর্তমান প্রক্টরের মেয়াদ পূর্ণ হওয়ায় কাজী ওমর সিদ্দিকীকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি