ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ঢাকসাসের সাংবাদিকতা প্রশিক্ষণ পেল সাত কলেজের শিক্ষার্থী

ঢাকা কলেজ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৫, ২৪ মার্চ ২০২২

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রায় ৪শ শিক্ষার্থী পেল দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ। 

গত ২২ ও ২৩ মার্চ ঢাকা কলেজের শহীদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আজকের পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সরকারের সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান। কর্মশালা উদ্বোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ আ ই কে সেলিম উল্লাহ খোন্দকার। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. গোলাম রহমান বলেন, গণমাধ্যম সম্পর্কে জানা, জ্ঞান নেয়া এখন অনেক উন্মুক্ত হয়েছে। সে জায়গাটা যথার্থভাবে উন্মুক্ত কর্মশালার মাধ্যমে তোমরা এতোগুলো শিক্ষার্থী অংশ গ্রহণ করতে পেরেছো। তার মানে বুঝা যাচ্ছে সাংবাদিকতায় তরুণদের এখন উৎসাহ বেশি। আজকের এই কর্মশালা একটি সুন্দর উদাহরণ হয়ে থাকলো। তোমরা নিজেদের প্রগতিশীল চিন্তাভাবনায় নিয়ে যেতে পেরেছো। তরুণরা এ উৎসাহের মাধ্যমে অনেক এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। 

তিনি আরো বলেন, তরুণদের সবাইকে প্রতিযোগীতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তোমাদেরও প্রতিযোগীতার মাধ্যমে জায়গা করে নিতে হবে। যারা নিতে পারছে না, যাদের সেই যোগ্যতা নেই কিংবা চ্যালেঞ্জ নিতে পারছে না তাঁরা কিন্তু হারিয়ে যাচ্ছে। প্রতিযোগিতা না করলে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাও যাবে না। আজকে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির উদ্যেগে তোমরা যে সুযোগ পেয়েছো, উৎসাহ পেয়েছো এ সুযোগকে কাজে লাগাতে হবে। দেশের সু’নাগরিক তৈরি হতে হলে তোমাকে সুযোগ্য হয়ে গড়ে উঠতে হবে। চ্যালেঞ্জ ও প্রগতিশীল সব কাজকে গুরুত্বের সাথে দেখতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পাইস টেলিভিশনের এডিটোরিয়াল হেড তুষার আব্দুল্লাহ, ঢাকা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ.টি. এম. মইনুল হোসেন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নির্বাহী সম্পাদক মোস্তফা মামুন, ঢাকা কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার। দুদিন ব্যাপি কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, ইনভেস্টিগেটিভ জার্নালিজম হেলফ ডেস্কের বাংলাদেশ প্রধান বদরুদ্দোজা বাবু, স্পাইস টেলিভিশনের নিউজ এডিটর তফন মাহমুদ, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন -উল হাকিম, চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার মাকসুদ-উন-নবী, চায়না রেডিও ইন্টারন্যাশনাল এর সিনিয়র রিপোর্টার সাজিদ রাজু, দৈনিক সমকালের মোজো স্পেশালিষ্ট যাকারিয়া ইবনে ইউছুফ, প্রথম আলোর রিপোর্টার ফায়জুল্লাহ ওয়াসীফ, দ্যা ডেইলি স্টারের রিপোর্টার মো. আসাদুজ্জামান। কর্মশালা সঞ্চালনা করেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এ. জেড.ভুঁইয়া আনাস।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি