ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

জাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৩, ৩০ মার্চ ২০২২ | আপডেট: ২১:৫৫, ৩০ মার্চ ২০২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪৫তম কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে নয়টা থেকে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় ছাত্রদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও ছাত্রীদের প্রীতিলতা হল চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া ছাত্রদের আ ফ ম কামালউদ্দিন হল ও ছাত্রীদের বেগম সুফিয়া কামাল হল রানার্স-আপ হয়েছে।

ছাত্রদের মধ্যে শহীদ সালাম বরকত হলের রাসেল মাহমুদ ব্যক্তিগত চ্যাম্পিয়ন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শাহাদাত হোসেন রানার্স-আপ, ছাত্রীদের মধ্যে প্রীতিলতা হলের লাবনী সিনহা চ্যাম্পিয়ন এবং বেগম সুফিয়া কামাল হলের ফাতেমা তুজ জোহরা রানার্স-আপ হয়েছেন। এবার বিশ্ববিদ্যালয়ের দ্রুততম মানব হয়েছেন শাহাদাত হোসেন এবং দ্রুততম মানবী ফাতেমা তুজ জোহরা।

এর আগে সকালে রুটিন দায়িত্বে নিযুক্ত উপাচার্য অধ্যাপক মো. নুরুল আলম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ‘খেলাধুলা শরীর ও মনকে সুস্থ ও সতেজ রাখে। সুস্থ সতেজ মন লেখাপড়ায় শক্তি যোগায়। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হবার আহ্বান জানাচ্ছি। আমি বিশ্বাস করি এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ জন্ম নেয় এবং নেতৃত্ব গড়ে ওঠে। কারণ একজন ভালো ক্রীড়াবিদ একজন একজন ভালো দূত হিসেবে নিজেকে ও প্রতিষ্ঠানকে তুলে ধরতে পারে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।

এছাড়া অনুষ্ঠানে সাংবাদিকদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ১ম হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোসাদ্দেকুর রহমান এবং ৩য় হয়েছেন সাধারণ সম্পাদক নুর হাছান নাঈম। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক প্রমুখ। এসময় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা প্রতিযোগিতা উপভোগ করেন।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি