ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জাবিতে রোটার‍্যাক্ট ক্লাবের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

জাবি প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৪৪, ২ এপ্রিল ২০২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রোটার‍্যাক্ট ক্লাব অব জেইউ এর উদ্যোগে স্বাধীনতা দিবস রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় ৷ সভাপতি আসাদুল্লাহ আল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব জাবির প্রেসিডেন্ট রোটারিয়ান নাজনীন আরা নাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান মাহমুদা মাহবুব রুমা।

প্রধান আলোচকের বক্তব্যে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদুর রশীদ বলেন, 'সমাজকে দেখা, সমাজের মানুষের সুখে-দুঃখে অংশীদার হয়েই আমরা জীবনকে বুঝতে শিখি। রোটার‍্যাক্ট ক্লাব সমাজসেবার এই মহৎ কাজটিই করে যাচ্ছে। আমি ছাত্রজীবন থেকেই রোটার‍্যাক্ট ক্লাবের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। আমি আশা করি আমাদের পরবর্তী প্রজন্ম সমাজসেবামূলক কার্যক্রমে নিজেদের যুক্ত রাখবেন।' 

প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান নাজনীন আরা নাজু বলেন, 'রোটার‍্যাক্ট ক্লাব জাবি ক্যাম্পাসে নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আবাসিক হলগুলোতে পত্রিকার স্ট্যান্ড, আবর্জনা ফেলার ঝুড়ি, ক্যাম্পাস পরিচ্ছন্নতার মত কার্যক্রম পরিচালনা করছে৷ কমিউনিটি বেইসড ক্লাব হলে ভার্সিটির শিক্ষার্থীদের বাইরেও অন্যরা এ ক্লাবে যুক্ত হতে পারবেন।'

তিনি আরও বলেন, 'আমরা শিক্ষা নিতে এখানে আসি ৷ শুধু শিক্ষা নিলেই হবে না, সুশিক্ষিত হতে হবে। আমাদের সমাজসেবামূলক কাজের সাথেও নিজেদের যুক্ত করতে হবে। সুশিক্ষিত হতে হলে এর কোন বিকল্প নেই।' 

আলোচনা অনুষ্ঠান শেষে 'স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ' শীর্ষক রচনা প্রতিযোগিতার প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। 

প্রসঙ্গত, ১৯৯২ সালে রোটার‍্যাক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর যাত্রা শুরু করে। শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার গাইডলাইন ও সমাজসেবামূলক বিভিন্ন কাজ করে যাচ্ছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি