ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিতর্ক প্রতিযোগিতায় ঢাবিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কুবি

কুবি সংবাদদাতা

প্রকাশিত : ০৯:৪৫, ৪ এপ্রিল ২০২২ | আপডেট: ০৯:৪৬, ৪ এপ্রিল ২০২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের টিম দীপশিখা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের টিম দীপশিখা

Ekushey Television Ltd.

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃক আয়োজিত ২৩তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে দ্বিতীয়বার হারাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রথম রাউন্ডে ঢাবির টিম শহীদ আসাদকে হারানোর পর দ্বিতীয় রাউন্ডে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ‘স্মৃতি চিরন্তন’ দলকে ২-১ ব্যালটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কুবির টিম দীপশিখা।

রোববার (৩ এপ্রিল) সন্ধ্যায় বিটিভির রামপুরা কেন্দ্রে “মৌলবাদ বিরোধী লড়াইয়ে তরুণ সমাজই প্রধান ভূমিকা রাখতে পারে” বিষয়ে বিপক্ষ দলে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় দল। 

এতে বিপক্ষ দলের দলনেতা ছিলেন সাদিয়া আফরিন দীপা। দলের অন্যান্য সদস্যরা হলেন আল নাঈম, কাউসার আহমেদ বাঁধন, ফারিদ মোস্তাকিম, দেবব্রত রায় চৌধুরী, আতিকুজ্জামান মোল্লা ও ধ্রুব চন্দ্র দেব।  

দীপশিখা টিমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুব।

উল্লেখ্য, প্রথম রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম শহীদ আসাদকে ২-১ ব্যালটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের টিম দীপশিখা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি