রোজায় স্কুল-কলেজের ক্লাস চলবে ২০ এপ্রিল পর্যন্ত
প্রকাশিত : ১৯:০৬, ৪ এপ্রিল ২০২২ | আপডেট: ১৯:১৬, ৪ এপ্রিল ২০২২
রোজায় স্কুল-কলেজের ছুটি ছয় দিন কমিয়ে ২০ এপ্রিল পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তার সঙ্গে রমজান মাসে শুক্র ও শনিবার সপ্তাহে দুদিন ছুটি কার্যকর করা হবে।
সোমবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ের সভায় ২৪ রোজা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাস চালু রাখার আগের সিদ্ধান্ত বদলে ২০ এপ্রিল (১৮ রোজা) পর্যন্ত খোলা রাখার এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
এ বিষয়ে তিনি বলেন, ‘যানজটের বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে আগামী ২০ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস খোলা থাকবে। এরপর থেকে মাহে রমজান ও ঈদুল ফিতরের ছুটি কার্যকর হবে।
এর আগে গত সোমবার মন্ত্রণালয়ের এক আদেশে ২৬ এপ্রিল (২৪ রোজা) পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছিল।
এসি
আরও পড়ুন