ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ইফতার মাহফিল 

গবি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩৭, ১১ এপ্রিল ২০২২

সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় গবিসাস কার্যালয়ে এই আয়োজন সম্পন্ন হয়।  

এবারের আয়োজনে ঢাকাস্থ বিভিন্ন ক্যাম্পাসের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ইফতারে অংশগ্রহণ করেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষী ও তৃতীয় লিঙ্গের কর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। 

ব্যতিক্রমী এ আয়োজন প্রসঙ্গে গবিসাসের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ বলেন,'ঢাকার ভেতরের বিভিন্ন সংগঠনের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ আয়োজন। আমরা আশা করবো, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।'

গবিসাসের ইফতারে আরও অংশ নেন বায়োকেমিষ্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রধান ড. ফুয়াদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহিম, গবিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ, কুবিসাসের সাবেক সভাপতি মুহাম্মদ শফিউল্লাহ ও মতিউর রহমান প্রমুখ। এ ছাড়াও গবিসাসের উপদেষ্টাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি