ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বৈসাবি উৎসবে ব্যতিক্রমী রাবিপ্রবি

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫০, ১২ এপ্রিল ২০২২

বর্ণিল আয়োজনে পাহাড়ে শুরু হয়েছে বর্ষবরণ ও বর্ষবিদায়ের উৎসব বৈসাবি। চাকমা জনগোষ্ঠী উৎসবের প্রথম দিন ‘ফুলবিজু ও ত্রিপুরা জনগোষ্ঠী এদিন পানিতে ফুল ভাসিয়ে পালন করে ‘হারি বৈসুক’। পার্বত্যাঞ্চলের বিভিন্ন জাতিসত্তার ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসবকে ঘিরে উৎসব মুখর হয়ে উঠেছে পাহাড়ি জনপদ। 

উৎসব থেকে দূরে নেই রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা। বাংলা নববর্ষ ও বৈসাবিকে ঘিরে চলছে আলাদা প্রস্তুতি। বিভিন্ন জাতিসত্তার সামাজিক উৎসব উপলক্ষে ১২ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে রাবিপ্রবি প্রসাশন।

যা বাংলাদেশের অন্যসব বিশ্ববিদ্যালয়ের চেয়ে ব্যতিক্রম। 

শুধুমাত্র রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী এই উৎসব পালিত হয়ে আসছে। ত্রিপুরাদের বৈসুক এর ‘বৈ’ মারমাদের সংগ্রাই এর ‘সা’ আর চাকমাদের বিজুর ‘বি’ এই উৎসবকে ‘বৈসাবি’ হিসেবে বোঝানো হয়।

বৈসাবি উৎসবে বিভিন্ন জাতিসত্তার শিক্ষার্থীদের মেলবন্ধনে সম্প্রীতি খুঁজে পায় রাবিপ্রবিয়ানরা। শুধু আচার অনুষ্ঠান বা প্রথা নয় বরং পারস্পরিক সহযোগীতা ও ভালবাসায় সৌহার্দ্যে অনন্য এক উদাহরণ হয়ে ওঠে ৬৪ একরের রাবিপ্রবি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি