ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

এনরোলমেন্টে অর্থ সহায়তা দিবে হাবিপ্রবি

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫১, ১৮ এপ্রিল ২০২২

প্রায় চার বছর পরে এনরোলমেন্টে অর্থ সহযোগিতা পাচ্ছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। নির্দিষ্ট নীতিমালা না থাকায় দীর্ঘ সময় শিক্ষার্থীরা এ আর্থিক সহযোগিতা থেকে বঞ্চিত ছিল। 

কেবলমাত্র স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে এ বৃত্তির আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক এবং ট্রাস্ট্রি বোর্ডের সদস্য সচিব অধ্যাপক ড. ইমরান পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন অনুষদের স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড নীতিমালা- ২০২১ অনুযায়ী অসচ্ছল ও মেধাবীদের বছরে দু’বার এনরোলমেন্টের জন্য আর্থিক (আংশিক) সহযোগিতা করা হবে। এ পর্যায়ে জানুয়ারি-জুন ২০২২ সময়কালের অর্থ সহায়তা প্রাপ্তির লক্ষ্যে শর্ত সাপেক্ষে আবেদন করতে বলা হয় বিজ্ঞপ্তিতে।

তবে আবেদনের ক্ষেত্রে কিছু শর্তাবলী মানতে হবে। সেগুলো হলো:

১. যে সেমিস্টারের এনরোলমেন্টের অর্থ সহযোগিতার জন্য আবেদন করবে তার পূর্ববর্তী সেমিস্টারের সব বিষয়ে কৃতকার্য হতে হবে এবং কোনো বিষয়ে শর্ট সেমিস্টার থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

২. বিগত সেমিস্টারের জিপিএ কমপক্ষে ৩.০ থাকতে হবে। 

৩. পিতা-মাতা কিংবা অভিভাবকের বাৎসরিক আয় সর্বোচ্চ দুই লাখ টাকা বা তার কম হতে হবে। 

এ ব্যাপারে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, ‘এনরোলমেন্ট অর্থ সহযোগিতা নিতে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন আগামী ১২ মে পর্যন্ত নেয়া হবে। অসম্পূর্ণ ও অসত্য আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এনরোলমেন্টে আর্থিক সহায়তার জন্য নির্বাচিত শিক্ষার্থীরা দুই হাজার টাকা করে পাবেন বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে।’

কতজন শিক্ষার্থীকে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে তা নির্দিষ্ট নয় জানিয়ে তিনি আরও বলেন, আমরা সম্ভাব্য ১৫ জুনের মধ্যেই এই অর্থ সহায়তা শিক্ষার্থীদের দিয়ে দিব। ট্রাস্টিবোর্ডের নীতিমালা চূড়ান্ত না হওয়ায় অনেকটা সময় পেরিয়ে গেছে। তবে এখন থেকে শিক্ষার্থীরা নিয়মিতভাবেই এ অর্থ সহায়তা পাবে।’

ধনী পরিবারের কোনো শিক্ষার্থী যাতে এ সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে প্রশাসনকে অনুরোধ জানান শিক্ষার্থীরা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি