ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সেরা গবেষকের তালিকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:২২, ১৯ মে ২০২২ | আপডেট: ১২:২৭, ১৯ মে ২০২২

২০২২ সালের বিশ্বসেরা গবেষকের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষণা সংস্থা আলপার ডজার সায়েন্টিফিক ইনডেক্স। এই তালিকায় মার্কেটিং বিষয়ে বাংলাদেশের সেরা গবেষক হয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ্ আজম।

উপাচার্যের এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।

পৃথিবীখ্যাত উচ্চ র‌্যাংকের অনেক জার্নালে তার বেশ কিছু সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 

উপাচার্য হিসেবে যোগদানের পর অধ্যাপক ড. শাহ্ আজম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করেছেন। ইতিমধ্যে সাংস্কৃতিমনা হিসেবে দেশজুড়ে এই বিশ্ববিদ্যালয় সুপরিচিত হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক শাহ্ আজম ছাত্রজীবনে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রগতিশীল শক্তিকে সুসংহত করতে কাজ করেছেন। 

একই সঙ্গে নাটকের সক্রিয় কর্মী হিসেবে তিনি বাংলাদেশের গ্রুপ থিয়েটার আন্দোলনকে শক্তিশালী করেছেন। 

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি