ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকা কমার্স কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৫, ২৮ মে ২০২২ | আপডেট: ১৮:৫১, ২৮ মে ২০২২

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করেছে ঢাকা কমার্স কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন। গত শুক্রবার (২৭ মে) বিকেল ৫টায় কলেজ প্রাক্ষণে প্রফেসর কাজী ফারুকী অডিটোরিয়ামে ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কমার্স কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডঃ মো. আবু মাসুদ। এতে বিশেষ অতিথি ছিলেন ভাইস প্রিন্সিপাল প্রফেসর মো. ওয়ালিউল্লাহ ও একাডেমিক প্রধান প্রফেসর মো. শফিকুল ইসলাম এবং সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন-এর সভাপতি লায়ন এম কে বাশার। এক হাজারেরও অধিক এক্সডিসিসিয়ান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এছাড়াও কলেজের বেশ কিছু শিক্ষক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলামনাই অ্যাসোসিয়েশন এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সমাপনী বক্তব্যে ঢাকা কমার্স কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন এর জেনারেল সেক্রেটারি মাহমুদ হাছান ফয়সাল আগামি ডিসেম্বর এর শেষে বা জানুয়ারির প্রথম দিকে রিউনিয়ন হবার ঘোষণা দেন। সকল এক্সডিসিসিয়ানদের ঢাকা কমার্স কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন এর ফেসবুক গ্রুপ এর দিকে সকলকে এই লিঙ্কে  https://www.facebook.com/groups/exdccian/  লক্ষ্য রাখার জন্য বিশেষ অনুরোধ করেন।

সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের পর মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। উক্র অনুষ্ঠানের যারা পারফর্ম করে সকলেই ছিলেন এক্সডিসিসিয়ান।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি