ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মুবাশ্বির-মাসুদ 

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৭, ১১ জুন ২০২২ | আপডেট: ২৩:৪২, ১১ জুন ২০২২

Ekushey Television Ltd.

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতির ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

এতে সভাপতি পদে বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মুবাশ্বির ও সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাসুদ রানা নির্বাচিত হয়েছেন। আব্দুল্লাহ আল মুবাশ্বির ১৮ তম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং মাসুদ রানা ১৭তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।

শনিবার (১১ জুন) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সাংবাদিক সমিতির অফিস রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার এবং নির্বাচন কমিশনার হিসেবে সমিতির সদ্য-সাবেক সভাপতি মো. মিরাজুল আল মিশকাত ও সদ্য-সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান দায়িত্ব পালন করেন।

কার্যনির্বাহী পরিষদের মোট ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।

নির্বাচনে সহ-সভাপতি পদে সকালের সময়ের মো: আবু সাহেব, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিজনেস বাংলাদেশের হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে একুশে টেলিভিশনের মো. তানভির আহমেদ,  দপ্তর সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের যোবায়ের ইবনে আলী, অর্থ সম্পাদক পদে সংবাদ সারাবেলা আহনাফ শাহরিয়ার সোহাগ ও প্রচার ও প্রকাশনা পদে দৈনিক যায়যায়দিনের মো. গোলাম ফাহিমুল্লাহ নির্বাচিত হয়েছেন। 

এছাড়াও কার্যকরী সদস্য-১ পদে নয়া শতাব্দীর তানভীর হোসাইন, কার্যকরী সদস্য-২ পদে  বাংলাভিশনের রুবাইয়াদ ইসলাম এবং কার্যকরী সদস্য-৩ পদে সময় ট্রিবিউনের মশিউর রহমান নির্বাচিত হয়েছেন। 

উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ নভেম্বর যাত্রা শুরু করে হাবিপ্রবি সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা-সম্ভবনা, সাফল্য এবং সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। প্রতি বছর সংগঠনটির নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি