ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

জাবিতে নবীনবরণ ও বিতর্ক কর্মশালা 

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০২, ১৪ জুন ২০২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিতর্ক সংগঠন 'জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন-জেইউডিও' এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের (৫০তম ব্যাচ) এর নবীনবরণ ও বিতর্ক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। প্রায় এক হাজার শিক্ষার্থী এই নবীনবরণের জন্য নিবন্ধন করেছিল। গত ১৩ জুন (সোমবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই নবীনবরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

গতকাল সন্ধ্যা ৭টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় ছাত্র-শিক্ষক প্রদর্শনী বিতর্ক। বিতর্কের প্রস্তাব ছিল, 'বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নে শিক্ষার্থীদের তুলনায় শিক্ষকদের সদিচ্ছা মুখ্য।' বিতর্কে পক্ষ দলের হয়ে বিতর্ক করেন সাইমুম মৌসুমী বৃষ্টি (অর্থনীতি ৪৫), শফি মাহমুদ সাগর (নৃবিজ্ঞান ৪৫), ফারহান আনজুম করিম (সরকার ও রাজনীতি ৪৬)। বিতর্কে বিপক্ষ দলের হয়ে বিতর্ক করেন শরমিন্দ নীলোর্মি (সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ), ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা (সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ), মৃধা মো. শিবলী নোমান (সহযোগী অধ্যাপক, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ)। প্রদর্শনী বিতর্কের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মঞ্জুরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক এ.টি.এম আতিকুর রহমান ও টিএসসির পরিচালক আলমগীর কবির। সেশন পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন জাফর সাদিক। এছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। 

কর্মশালার বিষয়ে মুশফিকুর রহিম বলেন, 'এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক কিংবদন্তি বের হয়ে গেছেন এবং তারা অনেক বড় একটা লিগ্যাসি রেখে গেছেন। আমরা যারা শিক্ষার্থী আছি তাদের এটা অনেক বড় একটা দায়িত্ব তাদের লিগ্যাসি ধরে রাখা।'

উল্লেখ্য, জেইউডিও প্রতিষ্ঠালগ্ন থেকেই বিতর্কের চর্চা, প্রশিক্ষণ ও আয়োজনের মাধ্যমে যুক্তিবাদী সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি