ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নোবিপ্রবি বঙ্গমাতা হলের প্রভোস্ট ড. মহিনুজ্জামান

নোবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৩২, ১৯ জুন ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নবনিযুক্ত হল প্রভোস্ট পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ বব্যস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান।

রোববার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) মো. জসিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে জানানো যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ বব্যস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামানকে ৩ বছরের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট পদে নিয়োগ দেয়া হলো।

এ বিষয়ে জানতে চাইলে ড. মহিনুজ্জামান বলেন, শিক্ষার্থীদের হলের যাবতীয় সমস্যা গুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় খুব শিগগিরই সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবো। এতে হলের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি