ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বন্ধুর বোনকে রক্ত দিতে গিয়ে গবি শিক্ষার্থীর মৃত্যু 

গবি প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৩, ২৩ জুন ২০২২ | আপডেট: ১২:৫৭, ২৩ জুন ২০২২

Ekushey Television Ltd.

বন্ধুর বোনকে রক্ত দিতে গিয়ে প্রাণ হারালেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সাবেক শিক্ষার্থী মো. শাহরিয়ার শুভ (২৪)। শুভ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার বিভাগের ২০১৬-১৭ বর্ষের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 

বুধবার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের দুইতলার সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে যান শুভ।

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শুভর বন্ধু মো. রাকিব হোসেন জানান, “আমার ছোট বোন মোছা. তানজিলা আক্তার বাতজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি রয়েছে। আমরা দুই বন্ধু বোনকে রক্ত দেওয়ার জন্য সাভার থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে আসি। রক্ত দেওয়া শেষে হাসপাতালের দুইতালা সিঁড়ির পাশে বসেছিল শুভ। ওকে সিঁড়িতে বসা দেখে বোনের কাছে যাই। পরে এসে শুনতে পাই, সে দোতলা থেকে মাথা ঘুরে নিচে পড়ে গেছে।”

“এরপর রক্তাক্ত অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে দ্রুত শুভকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। কিন্তু সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

নিহত শুভর গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায়। তবে সাভার থানাধীন করনোপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন শুভ। সে সাভারে গণ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ থেকে ২০২১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।  দুই ভাইয়ের মধ্যে শুভ বড়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি