ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মার্টিন লুথার কলেজের যুগপূর্তি উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ২৫ জুন ২০২২ | আপডেট: ২২:২৫, ২ জুলাই ২০২২

অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হলো মার্টিন লুথার কলেজের যুগপূর্তি উৎসব। এ উপলক্ষে  দিনব্যাপী মিলন মেলা ও উৎসবের আয়োজন করে কলেজ কতৃপক্ষ। শুক্রবার সকালে রাজধানীর একটি গীর্জায় এ আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের  অধ্যক্ষ মিতালী মারিয়া কস্তা।তিনি বলেন,ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের জন্য আমরা নিয়মিত সৃজনশীল ও সৃষ্টিশীল কাজের সাথে ওদের যুক্ত করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অ‌‌তিরিক্ত ডিআই‌জি রখফার সুলতানা।তিনি বলেন, মেধা-মনন বিকাশে পড়ালেখার পাশাপাশি এধরণের আয়োজন ছাত্র-ছাত্রীদের আরো বেশি উৎসাহীত করবে।

আরো উপস্থিত ছিলেন, এম টেলিভিশনের উপ-পরিচালক আল-মামুন অটু,সকল শিক্ষক শিক্ষীকা, ছাত্র-ছাত্রী,অবিভাব সহ আমন্ত্রিত অতিথিরা।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি