ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

১২ দিনের ছুটিতে যাচ্ছে জবি

জবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৬, ২৯ জুন ২০২২

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ উপলক্ষে আগামী ৫ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে আগামী ৭ জুলাই পর্যন্ত।

বুধবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আযহা উপলক্ষে আগামী ৫ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে ইন্সটিটিউট, বিভাগীয় অফিস ও প্রশাসনিক দপ্তরসমূহ আগামী ৯ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত  বন্ধ থাকবে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সময় অনুযায়ী ঈদুল আজহার ছুটি ১০ দিন হলেও বন্ধের পরে শুক্রবার এবং শনিবার থাকায় বন্ধের মেয়াদ বেড়ে দাঁড়াবে ১২ দিন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি