ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইউজিসির অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৯, ২৯ জুন ২০২২

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে এবং বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন এর দেওয়া ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।

বুধবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পৃথক দুটি মানববন্ধনের মাধ্যমে এ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃত্ব এ মানববন্ধন দুটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কর্মচারী সমিতির সভাপতি মো. সাহাজাহান সিরাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়ার সঞ্চলনায় বক্তব্য রাখেন সমাজসেবা সম্পাদক মো. ফয়সাল খান, কার্যকরী সদস্য আব্দুর রউফ প্রমুখ। অন্যদিকে কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রমজান আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি মো. ছাদেক আহমদ, সহ-ধর্মবিষয়ক
সম্পাদক মো. সালাউদ্দিন বুকশান, শাবি কর্মচারী ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ অহিদুর রহমান এবং সাধারণ সদস্য আফজল হোসেন, জাহাঙ্গীর আলম ও এনামুল হক প্রমুখ।

কর্মচারী সমিতির সভাপতি মো. সাহাজাহান সিরাজ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেক্টরে কর্মচারীরা যোগ্যতা ও মেধার মাধ্যমে চাকরি পাচ্ছেন। পরবর্তীতে অভিজ্ঞতা ও যোগ্যতার আলোকে তাদের পদন্নোতি হয়ে আসছে। বর্তমান বেতন কাঠানো অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা তাদের সংসার চালাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন। এর উপর তাদের পদন্নোতি কমিয়ে দিলে তারা তাদের পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকাই অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। যা আমাদের
জীবনের জন্য এক হুমকিস্বরূপ। আমরা ইউজিসির এ অভিন্ন নীতিমালা চাই না। এ নীতিমালা দ্রুত বাতিলের দাবি জানাচ্ছি আমরা। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি মো. ছাদেক আহমদ বলেন, ‘ইউজিসি যে নীতিমালা করেছে সেটি দেখে আমরা হতবাক হয়েছি। এ নীতিমালা শিক্ষামন্ত্রনালয়ে না পাঠানোর জন্য ইউজিসিকে আমরা অনুরোধ করেছি। কারণ এ নীতিমালায় কর্মচারীদের কোনো স্বার্থের উল্লেখ নাই। আমরা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোন আন্দোলন করতে চাই না। তবে ইউজিসির প্রনীত নীতিমালা বাতিল ও কর্মচারী ফেডারেশনের দেওয়া ১১ দফা দাবি দ্রুত বাস্তবান না করলে কঠোর আন্দোলন শুরু হবে।’

এসময় কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য যে নীতিমালা প্রণয়ন করেছে তা কর্মচারীদের জন্য আশীর্বাদের পরিবের্ত অভিশাপে পরিণত হয়েছে। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের উপর অবিচার করা হবে। তাই এ নীতিমালা বাতিলের দাবি জানাচ্ছি পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন কর্তৃক দেওয়া ১১ দফা দাবি জানাচ্ছি।’
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি