ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রোদ-বৃষ্টিতে ৩৮ দিন ধরে শাহবাগে আছেন শিক্ষকরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ১২ জুলাই ২০২২

প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে টানা ৩৮ দিন ধরে অনশনে আছেন শিক্ষক নিবন্ধনপ্রাপ্তরা। রাজধানীর শাহবাগে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। 

তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। 

আফরোজা ঘর বাড়ি ছেড়ে শাহবাগে পড়ে আছেন ৩৮দিন ধরে। চোখে মুখে অন্ধকার। তবু বুক ভরা স্বপ্ন, শিক্ষক হওয়ার আশা একদিন পুরণ হবে।

কান্নাজড়িত কণ্ঠে তিনি একুশে টেলিভিশনকে বলেন, “প্রত্যেকবার আশায় আশায় দরখাস্ত করেছি, এবার হবে, এবার হবে।”

এনটিআরসির গত ১৭টি পরীক্ষায় শিক্ষক নিবন্ধন দেয়া হয়েছে প্রায় ৪০ হাজার জনকে। সারা দেশে স্কুল কলেজে শিক্ষকের পদ খালি আছে প্র্রায় ৫০ হাজার। এ অবস্থায় এনটিআরসির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করে প্যানেলভিত্তিক নিয়োগের দাবি অনশনকারীদের।

অনশনকারীরা বলছেন, অনেক কষ্টে, বিপদে আছেন তারা। ৬০ থেকে ৭০ হাজার জাল সনদে চাকরি করছে। 

অনশনকারীদের একজন ক্যান্সার আক্রান্ত কেয়া রাণী কাঁদতে কাঁদতে বলেন, “আমি সকলের পক্ষ থেকে অনুরোধ করছি।” 
এএইচএস/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি