ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৭৬ কোটি টাকার বাজেট ঘোষণা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০১, ২৩ জুলাই ২০২২

গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৪তম বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে ৯৭৬ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার টাকার বাজেট উত্থাপন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় এই সিনেট অধিবেশন শুরু হয়। 

সিনেট অধিবেশনের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান। এতে বক্তব্য রাখেন প্রো ভিসি স্থপতি ড. নিজাম উদ্দিন আহমেদ। 

অধিবেশনে ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। ২০২২-২৩ অর্থ বছরের জন্য রাজস্ব খাতে ৪৮৬ কোটি ৬৩ লাখ টাকা ও ভৌত অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের জন্য ৪৯০ কোটি ২৬ লাখ ৫৮ হাজার টাকা বাজেট ধরা হয়েছে।

কোভিড-১৯র কারণে গত দুই বছর সিনেট অধিবেশন অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। দু’বছর পর সিনেটের এ অধিবেশন সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে সরাসরি অনুষ্ঠিত হয়। 

অধিবেশনে সিনেট সদস্য হিসেবে সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সিনেটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি