ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল হত্যায় আটক ৩

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৯, ২৬ জুলাই ২০২২ | আপডেট: ১৫:২৭, ২৬ জুলাই ২০২২

শিক্ষার্থী বুলবুল আহমেদ

শিক্ষার্থী বুলবুল আহমেদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যায় তিনজনকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। 

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে জালালাবাদ থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় একটি মামলা করেন। মামলা নম্বর ২৮।

ওসি নাজমুল হুদা বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনকভাবে তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্লাহ তাহের জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে সিলেটের জালালাবাদ থানায় সোমবার রাতে মামলাটি দায়ের করেন। ছুরিকাঘাতে রক্তক্ষরণের কারণে বুলবুলের মৃত্যু হয় বলে মামলায় বলা হয়েছে।

আটক তিনজনের সবাই বহিরাগত বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি