ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাবিপ্রবিতে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৭, ৩০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

প্রতীক্ষার অবসান ঘটিয়ে গুচ্ছ পদ্ধতির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। GST এর নির্দেশনা অনুসারে দুপুর ১২টা থেকে এই পরীক্ষা শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবারের GST ভর্তি পরীক্ষায় রাবিপ্রবি'র তত্ত্বাবধায়নে মোট ১০ হাজার ৪৪৫ জন পরীক্ষার্থীর মাঝে আজ 'এ' ইউনিটের পরীক্ষায় মোট ৫টি কেন্দ্রে ৫,২৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। রাবিপ্রবিকে মূল কেন্দ্র ধরে অন্যান্য ৪টি উপ-কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন” গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ থাকায় সুন্দর পরিবেশে পরীক্ষা নেয়া সম্ভব হয়েছে। আগামী পরীক্ষাগুলো সুন্দর ভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন” বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে তিনি ভর্তি পরীক্ষার্থী ও পরীক্ষার দায়িত্বে নিয়োজিত থাকা শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীদের সাথে পরীক্ষার বিষয়ে মতবিনিময় করেন। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া প্রথমদিনের পরীক্ষাকে সফল বলছে সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি