ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

১৩৩ দিন পর অভিভাবক পেল ঢাকা কলেজ

ঢাকা কলেজ সংবাদদাতা

প্রকাশিত : ১৯:৫৯, ৪ আগস্ট ২০২২

অধ্যাপক মোহাম্মাদ ইউসুফ

অধ্যাপক মোহাম্মাদ ইউসুফ

ঢাকা কলেজে প্রায় ১৩৩ দিন অধ্যক্ষ শূন্য থাকার পর অবশেষে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলেন অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। বাংলাদেশের প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫তম অধ্যক্ষ হলেন তিনি। 

বৃহস্পতিবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশ সম্বলিত প্রজ্ঞাপনের মধ্যদিয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন।

অধ্যাপক মোহাম্মাদ ইউসুফ এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে ঊর্ধ্বতন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। 

উল্লেখ্য, ঢাকা কলেজের ৭৪তম অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার গত ২৪ মার্চ অবসরে যান। এরপর থেকে কলেজটির উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি