ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

তেলের মূল্য বৃদ্ধিতে জাবিতে বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪১, ৭ আগস্ট ২০২২

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৭ আগস্ট) দুপুর ১টায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে আবার মুরাদ চত্বরে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা প্রায় আধঘন্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি, চলচ্চিত্র আন্দোলনের সহ-সভাপতি অংশুমান রায় প্রমুখ।

উল্লেখ্য, পূর্ব ঘোষণা ছাড়াই সরকার ৫ আগস্ট মধ্যরাত থেকে দেশে সকল প্রকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। প্রতি লিটার ডিজেলে ৩৪, কেরোসিনে ৩৪, অকটেনে ৪৬, পেট্রোলে ৪৪ টাকা দাম বেড়েছে। এখন, একজন ক্রেতাকে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকায়, কেরোসিন ১১৪ টাকায়, অকটেন ১৩৫ টাকায় ও পেট্রোল ১৩০ টাকায় কিনতে হবে। শুক্রবার রাত ১২টার পর এই দাম কার্যকর করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি