ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

হাবিপ্রবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন পালিত

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫১, ৮ আগস্ট ২০২২

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন পালন করা হয়েছে। 

সোমবার (৮ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুননেছা মুজিব হলে স্থাপিত বঙ্গমাতার প্রতিকৃতিতে উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. বলরাম রায়, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. ফাহিমা খানম, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, শেখ ফজিলাতুননেছা মুজিব হলের হল সুপার প্রফেসর রোজিনা ইয়াসমিন লাকি। 

এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন হলের হল সুপারসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও হলের ছাত্রীরা। বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে হলের পক্ষ থেকে বাদ আছর দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি