ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাবিপ্রবির প্রথম ভিসি প্রদানেন্দু বিকাশ চাকমা আর নেই

রাবিপ্রবি সংবাদদাতা 

প্রকাশিত : ১৬:২০, ১৭ আগস্ট ২০২২ | আপডেট: ১৬:৫১, ১৭ আগস্ট ২০২২

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে রাবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। 

বুধবার (১৭ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। 

এক শোক বার্তায় রাবিপ্রবি’র প্রো-ভিসি অধ্যাপক ড. কাঞ্চন চাকমা বলেন, “রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর এবং প্রকল্প পরিচালক প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা প্রয়াণে রাবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত।”

তিনি আরও বলেন, “রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে তার পারলৌকিক সদগতি ও মঙ্গল কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

এদিকে সাবেক ভিসির স্মৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন উপলক্ষ্যে বুধবার (১৭ আগস্ট) সকল শ্রেণী কার্যক্রম ও পরীক্ষা বন্ধ রেখেছে রাবিপ্রবি প্রশাসন। 

দীর্ঘ দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে গত ২ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ অবসর গ্রহণ করেন ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি